(১)
বাবুইপাখির ছানা
একশো খানা ডানা
মেঘের মাথায় উড়বে বাবুই
করবে না কেউ মানা।
(২)
কোকিলছানা রোজ
নেয় পদ্যর খোঁজ
মাথার কাছে এসে
চুপটি করে বসে
চেঁচিয়ে বলে, হাই!
গুডমন্নিং ভাই!
(৩)
সকাল থেকে হইচই
বাবুইপাখি কই? কই?
সবাই করে ডাকাডাকি
পদ্যবাবু ঘুমায় নাকি?
পদ্য উঠে অবাক ভারি
বন্ধুরা সব বলে 'আড়ি'
আড়ি কেন? ভাব চাই
পাখিরা সব ভাই-ভাই।
(৪)
ছোট্ট মেয়ে পদ্য
জন্মেছে সে সদ্য
গোলাপগাছের ঝোপের পাশে
কুড়িয়ে পেল পদ্ম।
ছবিঃ মহাশ্বেতা রায়
- বিস্তারিত
- লিখেছেন অদিতি বসুরায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
পেশায় সাংবাদিক। তিনটি কবিতার বই প্রকাশিত ।