পড়ার টেবিলে একটা কলমদানি না হলে চলেই না। আবার কাউকে কিছু উপহার দেবে ভাবছ? সেক্ষেত্রেও কলমদানি দারুণ একটা উপহার হতে পারে। নিজেই যদি একটা কলমদানি বানিয়ে ফেলা যায়, তাহলে কেমন হয়? চলো শিখে ফেলি কীভাবে সহজেই তৈরি করা যায় একটি আকর্ষণীয় কলমদানি।
যা যা লাগবেঃ
- টিস্যু রোল
- পুরনো একরঙা কাপড়ের টুকরো
- কিছু বাতাবিলেবুর বীজ/ পেস্তার খোসা
- বড় পুঁতি
- গ্লিটার
- আঠা
- কাঁচি
- শক্ত কাগজ
যেভাবে বানাবেঃ
১. প্রথমেই মাপমতো কাপড় কেটে আঠা দিয়ে টিস্যু রোলের উপরে লাগিয়ে নাও।
২. এবার শক্ত কাগজ থেকে টিস্যু রোলের চেয়ে একটু বড় ব্যাসের বৃত্ত এঁকে কেটে নিয়ে তার উপরে আঠা দিয়ে কাপড় আটকে নাও। এটা তোমার কলমদানির ভিত্তি বা বেস।
৩. এবার বেসের উপরে টিস্যু রোলটা আঠা দিয়ে লাগিয়ে নাও।
৫. কলমদানির উপরে একটি পুঁতি আঠা দিয়ে লাগাও। তার চারপাশে বাতাবিলেবুর কয়েকটি বীজ পাপড়ির মতো করে লাগিয়ে নাও। এক্ষেত্রে বাতাবিলেবুর বীজের পরিবর্তে বাদামের খোসাও ব্যবহার করা যেতে পারে।
ব্যস। তৈরি হয়ে গেল একটি চমৎকার কলমদানি। এবার এটাকে তুমি তোমার পড়ার টেবিলে রাখবে, নাকি কাউকে উপহার দেবে- সেটা তোমার ইচ্ছে।
ছবিঃ লেখক