গান গায় প্রজাপতি,
হাসে ফুলপরী,
হাসি সব, আনন্দ
যত ছড়াছড়ি।
নতুন এক জামা গায়ে,
ঠোঁটে থাকে হাসি,
সবাই এ আনন্দ
বড় ভালোবাসি।
পরে নি যে জামা নতুন,
খাটে রাত-দিন,
তাকে দিই দিন এক,
স্বপ্ন রঙিন।
হাতে হাত রেখে গাই
আনন্দ গান,
হেসে উঠি একসাথে,
ভুলে অভিমান।
এভাবেই ঈদ আসে
স্বপ্নের মত,
ঈদ আনে আনন্দ,
হাসি-খুশি যত।
ছবিঃমহাশ্বেতা রায়