স্বাধীন মানে যা ইচ্ছে তা নয়,
রাস্তাঘাটে নিয়ম মেনে চলা
হাসি খুশী, নির্ভীক, নির্ভয়
যুক্তি দিয়ে সত্যি কথা বলা।।
স্বাধীন মানে খেলার সাথে পড়া,
লাটাই- ঘুড়ি- অঙ্ক -ইতিহাসে,
ছুটির দিনে হরেক মজা ছড়া
বৃষ্টি পরে পদ্মপাতা ঘাসে।।
স্বাধীন মানে বিপদ হলে কারো
দাঁড়াও পাশে, বাড়িয়ে দিও হাত;
সঙ্গে থেক একটু যদি পারো,
ভরসা সাথে তখন কত রাত।।
স্বাধীন মানে থাকুক উঁচু মাথা
ভাবছি মনে সবার ভালো হোক,
দেশবিদেশে সুনাম খাঁটি কথা
সুখে থাকুক দেশের যত লোক।।
স্বাধীন মানে মায়ের চোখে জল?
দামাল ছেলে- সেসব দিনের কথা-
এগিয়ে চলা নৌকো ছলাতছল
যত্ন করে রাখিস স্বাধীনতা।।
ছবিঃমহাশ্বেতা রায়