একটা খেলার মাঠ, সঙ্গে সহজ পাঠ,
সবুজ গহন বন কাটাই অনেকক্ষণ;
বৃষ্টি মেঘের দল, নৌকো ছলাত ছল;
গাছেই পাখির বাসা বুঝবি ওদের ভাষা?
মেঘের ভেলায় ভেসে যাচ্ছি নতুন দেশে,
গঙ্গা ফড়িং দ্যাখ আমরা সবাই এক;
পাহাড় চুড়োয় যাবি? কুলের আচার খাবি?
পূবের আকাশ লাল খেলতে আসিস কাল;
বাতাস ভীষণ জোর বললি কি নাম তোর?
দাঁড়িয়ে ছিলাম একা নদীর সঙ্গে দেখা
গল্পে সময় পার বলব পরের বার-
সূর্য দীঘল বাড়ি, দেবই সাগর পাড়্
গাইতে পারিস গান? রাখিস সবার মান।
উদাস বাঁশির সুর থাকিস অনেক দূর?
আঁকিস রঙিন ছবি বন্ধু আমার হবি?
সঙ্গী সহজ পাঠ নকশি কাঁথার মাঠ।
বন্ধু
- বিস্তারিত
- লিখেছেন আশুতোষ ভট্টাচার্য্যি
- ক্যাটfগরি: ছড়া-কবিতা