একটা ছড়া ডানপিটে খুব
ছন্দমিলের ধার ধারে না;
পালায় ছুটে চোখের আড়াল
বড্ড ফাজিল, ভীষণ চেনা।।
একটা ছড়া শান্ত শিষ্ট
পথের সাথী, বন্ধু সবার;
শঙ্খচিলের ডানায় ভেসে
ভিনদেশেতে যাচ্ছে এবার।।
একটা ছড়া বড্ড আপন
মায়ের বুকের গন্ধ মাখা-
ঝর্না পাহাড় কাঁকড় নুড়ি;
প্রজাপতির রঙিন পাখা।।
একটা ছড়া বাউন্ডুলেে
নাগরদোলা রথের মেলায়;
কাগজ নৌকো গোল্লাছুটে
ছেলেবেলার পুতুল খেলায়।।
একটা ছড়া আবোল তাবোল
পক্ষীরাজের ঘোড়ায় চড়ে;
চাঁদনী রাতের তেপান্তরে
ডিগবাজি খায় নিয়ম করে।।
একটা ছড়া টাক ডুমা ডুম
গান হয়ে যায় বাঁশির সুরে-
রামধনু রং রাঙিয়ে গায়ে,
হটাত উধাও অনেক দূরে।।
ছবিঃ পারিজাত ভট্টাচার্য্য