মেঘ যখনই সূর্যকে দেয় ঢেকে
ধানের ক্ষেতে আলোছায়া এঁকে
সূর্যের আলো ছুটতে থাকে
সবুজ ঢেউয়ে ছায়া আঁকে
অবাক খোকন তাকিয়ে দেখে
আলো ছায়ার খেলা
যায় কেটে তার বেলা।
ছলাৎ ছলাৎ ঢেউ খেলে যায়
ঢেউয়ের বুকে ঢেউযে হারায়
পানার ঝোপা নাচতে থাকে
নীল সবুজে ছবি আঁকে
অবাক খোকন তাকিয়ে দেখে
জল আকাশের খেলা
যায় কেটে তার বেলা।
দিগন্তের ঐ শেষ সীমানায়
আকাশ যখন দিশা হারায়
সে সীমানায় পাহাড় একা
আবছায়া নীল গায়ে লেখা
অবাক খোকন তাকিয়ে দেখে
নীল ধূসরের খেলা
যায় কেটে তার বেলা।
ছবিঃমহাশ্বেতা রায়