সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

নীল আকাশে সাদা সাদা মেঘগুলো সব ভাসে,
বর্ষাশেষে নদীর ধারের মাঠ ভরেছে কাশে,
শিউলিফুলের সুবাস ,
মিঠে করে বাতাস,
মোদের গাঁয়ে দুগ্‌গা ঠাকুর নৌকা করে আসে।

এবার অনাবৃষ্টি হল, ক্ষতি হল চাষে,
মহাজনের ধার শুধতে হবে বারোমাসে-
ভেঙে পড়ছে বাড়ি,
মায়ের ছেঁড়া শাড়ি,
বছর ঘুরে দুগ্‌গা ঠাকুর ঠিক কিন্তু আসে।

বাবা গেছে কাজের খোঁজে সে কো-ন দূর দেশে-
যেথায় যেতে রেলের লাইন তেপান্তরে মেশে-
পুজোয় নতুন জামা,
পাঠাবে কি মামা?
মন্ডপেতে সজল চোখে দুগ্‌গা ঠাকুর হাসে।


ছবিঃত্রিপর্ণা মাইতি

মহাশ্বেতা রায় চলচ্চিত্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। ওয়েব ডিজাইন, ফরমায়েশি লেখালিখি এবং অনুবাদ করা পেশা । একদা রূপনারায়ণপুর, এই মূহুর্তে কলকাতার বাসিন্দা মহাশ্বেতা ইচ্ছামতী ওয়েব পত্রিকার সম্পাদনা এবং বিভিন্ন বিভাগে লেখালিখি ছাড়াও এই ওয়েবসাইটের দেখভাল এবং অলংকরণের কাজ করেন। মূলতঃ ইচ্ছামতীর পাতায় ছোটদের জন্য লিখলেও, মাঝেমধ্যে বড়দের জন্যেও লেখার চেষ্টা করেন।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা