নীল আকাশে সাদা সাদা মেঘগুলো সব ভাসে,
বর্ষাশেষে নদীর ধারের মাঠ ভরেছে কাশে,
শিউলিফুলের সুবাস ,
মিঠে করে বাতাস,
মোদের গাঁয়ে দুগ্গা ঠাকুর নৌকা করে আসে।
এবার অনাবৃষ্টি হল, ক্ষতি হল চাষে,
মহাজনের ধার শুধতে হবে বারোমাসে-
ভেঙে পড়ছে বাড়ি,
মায়ের ছেঁড়া শাড়ি,
বছর ঘুরে দুগ্গা ঠাকুর ঠিক কিন্তু আসে।
বাবা গেছে কাজের খোঁজে সে কো-ন দূর দেশে-
যেথায় যেতে রেলের লাইন তেপান্তরে মেশে-
পুজোয় নতুন জামা,
পাঠাবে কি মামা?
মন্ডপেতে সজল চোখে দুগ্গা ঠাকুর হাসে।
ছবিঃত্রিপর্ণা মাইতি