একটি ফড়িং ধরতে জানি
প্রজাপতির রঙিন পাখা পড়তে জানি
গাছের অবুঝ সবুজ পাতা আঁকতে জানি
হাঁসের ছা-কে খালের লোদও মাখতে জানি
ধরতে জানি শাপলা ফোটার বিলও
রঙিন ডানার চিলও
পড়তে জানি নদীর ভাষা
অবাক করা যদির ভাষা
বুঝতে পারি অবুঝ শিশুর দিলও।
যা ক্ষতিকর রাস্তা থেকে তুলতে পারি
ভাবনা মনে মন্দ যা তা ভুলতে পারি
জ্ঞান সাধনায় প্রশ্নজটও খুলতে পারি
দোলনাতেও দুলতে পারি অলস দুপুরবেলা
সুস্থ্য-সবল শিশু হতে খেলতে পারি সবাই বিকেলবেলা।