ইচ্ছামতীর বন্ধু ঐশী এক কাল্পনিক গ্রহের ছবি এঁকে পাঠিয়েছে । সে এই গ্রহের নাম দিয়েছে 'সোরিং' (Soarin'), কারণ এই গ্রহের গাছপালারা সব্বাই আকাশের দিকে বেড়ে উঠতে চাইছে। এই গ্রহের বাসিন্দাদের আবার পায়ের বদলে আছে রোলার বল, যার সাহায্যে তারা সোরিং এর ওপরে চলাফেরা করে।
ছবি এঁকেছেঃ
অমিতৌজা ঐশী বসু,
তৃতীয় শ্রেণী, ফার্মিংটন উড্স্ ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট এলিমেন্টারি স্কুল, কেরি, আমেরিকা যুক্তরাষ্ট্র
এদিকে দেখ কান্ড! ইচ্ছামতীর আরেক বন্ধু অনির্বাণ এঁকে পাঠিয়েছে একটা রকেটের ছবি! এই রকেটটাতে চেপে ঐশী, অনির্বাণ আর ইচ্ছামতী সোরিং এ বেড়াতে যাবে নাকি? কি মনে হচ্ছে বলতো?
ছবি এঁকেছেঃ
অনির্বাণ দাশ,
তৃতীয় শ্রেণী, সারথী স্কুল, হায়দ্রাবাদ
তুমিও পাঠাও না তোমার মনের মত ছবি এঁকে আমাদের 'ইচ্ছেমতন' পাতার জন্য - এই পাতাটা একেবারে তোমার যা ইচ্ছে লেখা আর আঁকার জন্য।
তোমার আঁকা ছবি আর লেখা পাঠাও আমাদের মেইল ঠিকানায়ঃ