তোমরা ছিলে অনেক ভাই আর অনেক কটি বোন,
আমাদের তো ভাই বোন নেই আছে ফ্ল্যাটের কোণ।
তোমরা সবাই আম কুড়োতে বৈশাখী ঝড় উঠলে ,
ছপ ছপা ছপ সাঁতরে যেতে শাপলা শালুক ফুটলে।
তোমরা সবাই খেলতে গিয়ে আছাড় খেতে ধুপধাপ !
আমরা খেলি ঘরে বসে একা একাই চুপচাপ।
তোমরা খেলা করতে মাঠে, আমরা খেলি স্ক্রিনে,
পড়াশোনা করেই চলি রাত্রে এবং দিনে।
তাই বলে কি কাজ পারি না ?কত কিছুই পারি -
বিশাল বিশাল দৈত্য দানো মাউস ক্লিকে মারি।
ছবিঃচন্দ্রিমা ঘোষ