এক ছিল রাজা, আর এক ছিল রানী,
তারপরে কী হল? একটু ভেবে নি!
একদিন হয়েছে কি – রাজা গেছে মৃগয়ায়
মৃগয়ায় নয় ঠিক, বেড়াতেই বলা যায়,
হেঁটে হেঁটে যেই তার পায়ে ব্যথা করছে
একটা গাছের নিচে দম নিতে বসেছে,
জুতো খুলে দেখে রাজা ফোস্কা অ্যাতো বড়
ব্যান্ড এইড নেই ব্যাগে, দেখাও নেই কারও,
গাছের ওপরে ছিল মামদো পাঁচখানা
রাজার দুঃখু দেখে হেসেই আটখানা।
অনেক হয়েছে আজ, ঘুমিয়ে পড়ো এবার
আরও বলো? কী ফ্যাসাদ! ঠিক আছে, শোনো আবার –
এদিকে তো রানীমার চিন্তায় ঘুম নেই
তোমার মতোই খালি সারাদিন ধেই ধেই
মন্ত্রীকে ডেকে বলে, ‘দ্যাখো না, রাজা কোথায়?’
পা ছড়িয়ে কেঁদেকেটে করেছে বাড়ি মাথায়,
তাই শুনে বেলগাছ থেকে শাঁকচুন্নি
ছুটে এসে বলে হেসে, ‘কেঁদো নি গো কেঁদো নি,
ভাই ফোন করেছিল, রাজা আছে ফাসক্লাস
খেয়েদেয়ে ঘুমিয়েছে, বিকেলে খেলেছে তাস।
তুমিও ঘুমোও রানী, হয়েছে রাত গভীর
সকালে চক্ষু মেলে দেখবে রাজা হাজির।’
ছবিঃচন্দ্রিমা ঘোষ