তোর জন্য ছড়া লিখবো বলে
কাগজ কলম সাজিয়ে নিয়ে বসি
বাইরে হঠাৎ কালবোশেখীর ঝড়
সাজানো কাগজ উড়ছে অর্হনিশি।
এর মধ্যে বৃষ্টি জলের ছাঁট
কাগজগুলো যেই না ছন্নছাড়া
ছড়া তখন সু্যোগ বুঝে ছুট
তাদের তখন আর যায় না ধরা।
মন খারাপ করিস নে আর তুই
আজ নয় তো কাল পড়বে ধরা
যাক না সে পালিয়ে দ্বীপান্তরে
আনবো তাকে পরিয়ে হাতকড়া।
ছবিঃ ঈশিতা ছেত্রী