খেলাঘরখেলাঘর



চন্ডীতলার চন্ডীচরণ
বলল ডেকে হরেন কে
বলতে পারিস মনুমেন্টের
চূড়ায় প্রথম চড়েন কে?

গড়ের মাঠটা হাঁটতে হাঁটতে
পেরিয়েছিল প্রথম যে
কি নাম ছিল বলতো দেখি
কোন গ্রামেতে থাকতো সে?

চুলকে মাথা হরেন শেষে
খাঁকরে গলা পঁচিশ বার
পেলুম নাতো শুনতে ভালো
বলুন দেখি আরেক বার।

এই না শুনে উঠল জ্বলে
চন্ডী তেলে বেগুনে
হরেন বেটা হাসছে দেখে
ঘি পড়ল আগুনে।

বলতো দেখি শিয়ালদাতে
শেষ শিয়ালের ডাক শুনে
কোন সনে কে ফিরতো বাড়ি
বলতে পারিস দিন গুনে?

জানিস না তো কোন সে গাছ
ডানকুনির ঐ ডান কোনে
দাঁড়িয়ে ছিল শতেক বছর
একলা একা আনমনে।

জানতে গেলে পড়তে হবে
জানা অজানার আজব বই
পকেট থেকে দশটি টাকা
বার করলেই মিলবে সই।

পকেট থেকে দশটি টাকা
বার করতো ঝট্‌ করে
জানিস না তো কিচ্ছুটি ভাই
নে জেনে নে বই পড়ে।

 

শুভ্রজিত চক্রবর্তী
বালি, হাওড়া