সাত ছড়া
(১) |
তাপসকিরণ রায়
জবলপুর, মধ্যপ্রদেশ
- বিস্তারিত
- লিখেছেন তাপস কিরণ রায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
রঙে রঙে রঙীন
কেমন করে লাগলো ও রঙ পরীর ডানার প্রান্তে-
তাতাই গেল ঘোড়ায় চড়ে সেই কথাটাই জানতে।
ঘোড়া তো নয়, সে পক্ষীরাজ, নীল আকাশে ছুটলো
রামধনুরঙ সাতটি ঘোড়ার বন্ধু এসে জুটলো।
মিহিসুরের চিঁহি ডাকে বললে তারা, তাই কি,
সত্যি বলো, সে রঙ তোমার সত্যি করেই চাই কি?
ছুঁয়ে দেখো, সে রঙ আছে তোমার চোখের মধ্যে
স্বপ্নে লেখা ঘুমেল আলোর রুলটানা এক পদ্যে।
শুনেই তাতাই সে রঙ ছুঁতে চোখদুটো যেই মেললো,
সুয্যিমামা ভোরের হাসি অমনি হেসে ফেললো।
আবার রাতে তাতাই যখন ঘুমে দু’চোখ বুজলো
তারার দেশের হরেক পরী সে রঙ এসে খুঁজলো।
লাগিয়ে নিলো সে রঙ তারা তাদের ডানার প্রান্তে,
সাতটি ঘোড়াও নিলো সে রঙ সূর্যের রথ টানতে।
ফুল আর পাখি বললো, আরো গহীন স্বপন আঁকতে
ভোরের আলোয় ও রঙ মেখে ওরাই যাবে ডাকতে।
শিশিরকণা, রামধনু আর মেঘ বললে, তাই তো,
নতুন সাজে সাজতে আমার ও রঙটুকুই চাই তো।
তাতাই বলে, এসব শেষে রঙ যদি হয় শেষ!
সুয্যিমামা উঠলো হেসে- থাকবে যে তার রেশ।।
তন্ময় ধর
নতুন দিল্লী
- বিস্তারিত
- লিখেছেন তন্ময় ধর
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
পুজোর ছুটি
বাবা বললেন ঝিনুক পুজোতে
এবার কোথাও যেতে চাও তুমি?
ঝিনুক বলল ভালই লাগবে
যদি নিয়ে যাও থর মরুভূমি.
ঝিলিক বলল আমি ভালবাসি
বালিয়াড়ি আর সাগরের ঢেউ
খুব মজা হবে পুরি বা দীঘায়
আমাদের যদি নিয়ে যায় কেউ.
আমার পসন্দ বলল চিকাই
পাহাড় এবং মেঘের মিছিল
তাই যেতে চাই এবার পুজোয়
মুসৌরি নয় টাইগার হিল.
বাবাই বলল ভালই লাগেনা
দীঘা, মরুভূমি, শৈল শহর
তাইতো পুজোয় হলদিয়া যাব
যেখানে দাদু ও দিদুদের ঘর.
তন্ময় দাশ
ভদোদরা, গুজরাট
- বিস্তারিত
- লিখেছেন তন্ময় দাশ
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
মেঘ সূর্য্যের খেলা
মেঘলা দুপুর একলা টুপুর মেঘের সাথে খেলে
মেঘ হেরে যায় তখন যখন সূর্য্য আলো জ্বালে।
রোদমাখা মেঘ বৃষ্টি ঝরায় দূরের পাড়ার ছাদে-
তখন বুঝি হারার ভয়ে কালচে মেঘও কাঁদে।
কখনও বুঝি রাগ করে সে গাছের মাথায় ফোঁসে,
কখনও আবার অঝোর ধারে ছুট্টে নেমে আস,
নাচতে থাকে চিলের ছাদে, ঝাপসিয়ে নিমঝাড়,
ঝরঝরিয়ে সাজায় ফোঁটায় গাছের ডাল আর তার।
যখন হঠাৎ থমকে থামে হাসে ভিজে রোদ
ছিঁড়ে খুঁড়ে মেঘের গাউন তুলতে থাকে শোধ ।
মেঘে রোদে মিলেমিশে আকাশ জুড়ে আঁকে
রামধনু রং ছিটে ফোঁটা কিংবা লম্বা বাঁকে।
সিঁদুর রঙা চেহারা হলে তবেই খেলা শেষ
দিন জাগাতে সূর্য্য ছোটে সাগরপাড়ের দেশ -
সেই দেশে এক অন্য টুপুর মেঘের সাথে খেলে,
সূর্য্য গিয়ে তাদের সাথে সেই খেলাতে মেলে।
সংহিতা
সল্ট লেক, কলকাতা
- বিস্তারিত
- লিখেছেন সংহিতা মুখোপাধ্যায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা
পরিবেশ
মা,শুনেছ বাবার কান্ডখানা
আমাদেরআম-কাঠালেরবাগান ভেঙে
তুলবে নাকি মস্ত বাড়ি।
বাবা বিচ্ছিরি, তাই যদি হয়
বাবার সাথে জন্ম –আড়ি ।
আমের গাছে বোল হবে না
মিষ্টি গন্ধ বইবে নাকো আর
ঘুঘু, টিয়া, ময়না, কোকিল
অনেক দূরে যাবে চলে
কে আমার ঘুম ভাঙাবে
রোজ সকালে,মা আমার ?
মা, সত্যি করে বলো
আমরা সবাই যাব চলে
বাগান, এ বাড়ি, থাকবে না আর
বলো,' ছোটকা মিথ্যে বলে'।
তোমার চোখে জল কেন মা
দাঁড়িয়ে কেন চুপটি করে ?
আমি দেখ কাঁদছি না আর
তবু মনটা যে কান্না করে।
সমর চট্টোপাধ্যায়
গড়িয়া গার্ডেন্স, কলকাতা
- বিস্তারিত
- লিখেছেন সমর চট্টোপাধ্যায়
- ক্যাটfগরি: ছড়া-কবিতা