খেলাঘরখেলাঘর

কালবৈশাখী

আকাশ পানে তাকিয়ে দেখি
               মেঘের উপর মেঘ
তারই সাথে বাড়ছে হাওয়ার
              বেগের উপর বেগ ।
এই বুঝি বা আকাশ ভেঙে
             পড়বে এবার ঘাড়ে
সবুজপ্রাণে অবুঝপ্রাণে
           শঙ্কা ততই বাড়ে ।
লক্ষ মশাল জ্বললো উঠে
           চক্ষু মেলা দায়
লক্ষ ঢাকের আওয়াজেতে
           কান পাতা না যায় ।
বৃক্ষগুলি পড়ছে ভেঙে
          মড়-মড়া-মড়-মড়াৎ
বজ্রপাতের শব্দ শুনি
            কড়-কড়া-কড় কড়াৎ ।
পক্ষী-পশু-মানব-শিশু
            ভয়েই জড়সড়
বৃষ্টি পড়ে শিলাসহ
           বাপরে কত বড় !

               

 

জামাল ভড়
বারাসাত, উত্তর চব্বিশ পরগনা