খেলাঘরখেলাঘর

সংশয়ের বর্ষা

আকাশে দামিনী চমকায়,
ঘরে সুইচ-অফ করো টি-ভি।
দমকা হাওয়াটা আয়লা নয় তো?
কেঁপে ওঠে বনবিবি।

ওড়ে যদি ঝড়ে ঝরাপাতা
তবে ঘরে বিদ্যুৎ বন্ধ।
স্বস্তিধারায় চলবে তো ট্রেন?
তাই নিয়ে মনে ধন্দ।

চাতক মাটির মিটিয়ে তৃষ্ণা
পথে কি নৌকো নামবে?
সবুজ আনাজে উপচানো ট্রাক
রাস্তার ধসে থামবে?

হ্যানোত্যানো যত সংশয় নিয়ে
বর্ষা আবার আসছে।
টিউশন ফাঁকে তবু খুঁজো
কোথা দুটো বুনোফুল হাসছে।

 

অনিরুদ্ধ সেন
থানে, মহারাষ্ট্র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ার ও মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী অনিরুদ্ধ সেন কলকাতা-মুম্বইয়ের বিভিন্ন সাময়িকপত্র ও ওয়েব ম্যাগাজিনের নিয়মিত লেখক। তাঁর লেখা ও অনুবাদ বিভিন্ন পত্র-পত্রিকায়, এবং সংকলিত বই আকারে প্রকাশিত হয়েছে।