অরুণ-আভার আভাস পেয়ে
'যাচ্ছি-যাবো' করছে রাত
ভোরাই সুরের বাজিয়ে শানাই
দোয়েল শোনায় 'সুপ্রভাত'
চমকে জেগে কোরাস জমায়
দুরের কুহু কাছের টিয়ে
দীঘির ঘাটে ডাহুক ডাকে
কূঁক কোঁয়া কূঁক কূঁক ককিয়ে।
ভিনগেরামে হাঁকল মোরগ
প্যাঁক বলে হাঁস ভাসল জলে
কার্নিসেতে কাকের কা কা
কুব কুব কুবো ডেকেই চলে।
ভোরের হাওয়ায় আওয়াজ আসে
ঘরের পাশে হরেক রকম
শালিখ চড়াই বুলবুলি আর
পায়রাগুলোর বকম বকম।
ঝলমলানো শরত রোদে
সূয্যিদেবের রাজ্যপাট
পাখপাখালির বৃন্দগানের
জলসা জমে জমজমাট।
রেবতীভুষণ ঘোষ