আকাশেতে ওই দেখো সাদা মেঘ ভেসেছে,
শরতের আগমনে সোনা রোদ হেসেছে।
কাশফুল দুলে ওঠে সুমধুর বাতাসে,
পেয়েছে খুশীর খোঁজ শরতের আকাশে।
কৃষিজমি ভরে ওঠে ফসলের হাসিতে,
আগমনী সুর বাজে শারদীয়া বাঁশিতে।
অঙ্গন সেজে ওঠে শিউলির হরষে,
সুবাসে মাতায় বায়ু কমনীয় পরশে।
গাছে গাছে সবুজের স্নিগ্ধতা ছড়ানো,
ফুলে,ফলে,রঙে,রসে মুগ্ধতা জড়ানো।
নদী জলে খেলা করে অপরূপা সরসী,
স্থির জলে ছায়া ফেলে ভাসে মেঘ উদাসী।
বোধনের বেলা আসে রমনীয় প্রভাতে,
হাসি,খুশী রাশি রাশি আসে দোর গোড়াতে।
ছবিঃ ঈশিতা চন্দ্র