মা বলছে সকাল থেকে পড় শুধু তুই পড়
বাংলা ভূগোল ছেড়ে এবার অঙ্কটাকে ধর।
বাবা বলছে সায়েন্সটাতেও বড্ড কমজোর
বড় হয়ে কী হ'বিতুই, কী হবে যে তোর!
আঁকছি আমি হিজিবিজি খাতার ফাঁকে ফাঁকে
দেখছি কেমন মেঘের খেলা, কখন সূর্য ঢাকে?
গাছের ডালে চড়ুইপাখির ওই বসেছে মেলা
কিচিরমিচির ডাকছে কেবল, করছে শুধু খেলা।
পাশের বাড়ির দুষ্টু মেনী ঘুমিয়ে আছে সুখে
কুকুরছানা জিম আসছে গন্ধ শুঁকে শুঁকে।
গুলতি হাতে বাবলু বুবাই ওই আসছে গুপী
বাগান থেকে পাড়বো আম আমরা চুপিচুপি।
অঙ্ক ভূগোল সায়েন্স বই রইল তাকে তোলা
বড় হয়ে কী যে হব, যায় কি এখন বলা?
ছবিঃ চন্দ্রিমা ঘোষ