আমাদের এই শহরটাতে
শুধুই কেবল বাড়ি
সব বাড়ি প্রায় আকাশছোঁয়া
সার দিয়ে সব গাড়ি।
আমার মন তবুও খোঁজে
ছোটবেলার মিল
এই তো কেমন শরৎকালে
আকাশটা সেই নীল
সেই আকাশের নীলের নিচে
আমার সবুজ মাঠ
লুকিয়ে আছে ঠিকই জানি
সেই চেনা পথঘাট।
যায় না ভোলা এখনও সেই
ছোট্ট মুদিখানা
ঝকঝকে সব মল উঠছে
দোকানটা নেই জানা।
সেই দুঃখ আমার শুধু
আমার হয়েই আছে
ছোটবেলা স্বপ্ন হয়ে
থাকুক বুকের কাছে।
ছবিঃ অঙ্কিতা নস্কর