সবুজ মনের রসদ
Ichchhamoti Logo
সাতপাড়া

ওরা বলে 'সাতোপদা', ভারি মিঠে নামটি,
চিলিকার পুব দিকে সাতপাড়া গ্রামটি।
পুরি থেকে দক্ষিণে, বিশ ক্রোশ রাস্তা,
ঘন্টা দুয়েক নেবে ও টি ডি সি বাসটা।

খোলামেলা পরিবেশ, ফুরফুরে হাওয়াতে
কেটে গেল কটা দিন ভরা পেট খাওয়াতে।
চিলিকার কালো জলে ভটভটি বিহারে
মাছেদের পাশে পাশে, কী যে সুখ, আহা রে!

যেই সব চিল কাক শহরেতে ঢিল খায়,
সেই সব পাখিরাই সুখে থাকে চিলকায়।
মুক্ত আকাশে ওড়ে, বসবার গাছ পায়,
যত খুশি দানা পানি, কখনও বা মাছ খায়।

হাজারো পাখির গান, সুর মাখা, খোলতায়,
বেনে-বৌ মুখ তুলে বট গাছে দোল খায়।
মাছরাঙা বসে থাকে ঝিল পারে, নিশ্চুপ,
পানকৌড়ির জোড়া ডুব মারে, ঝুপ ঝুপ।

চিলিকার স্থির জল বেলজিও আরশি,
ঘোরে ফেরে কত মাছ, শোল, রুই, পারশে,
ইলিশ, ভাঙড় কত, চিংড়ি ও কাঁকড়া,
জোগলি, মাগুর, কই, চাঁদা মাছ, ঝাঁকড়া।

চিলিকার শুশুকেরা হাসি-খুশি, মিশুকে,
খেলা দেখে মনে পড়ে ছাই মাখা শিশুকে,
অনায়াসে সাঁতরাবে, হেথা সেথা ঘুরবে,
ইরাবতী নদী থেকে এসেছিল পূর্বে।

পাখি দেখে, মাছ গুনে, ভেসে ভটভটিতে
সাত দিন কোথা থেকে কেটে গেল ঝটিতে;
আচমকা ছুটি শেষ, বেজে গেল ঘণ্টা,
বাড়ি ফিরি, চিলকায় রেখে এসে মনটা।


ছবিঃ মহাশ্বেতা রায়

পেশায় স্থপতি। লেখার আনন্দে লেখালেখি।

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা