ফলে নাকি বীজ থাকে;
ফল কেটে পাবে তাকে।
সেই বীজ পোঁতা হয়,
মাটিতেই, জলে নয়।
মাটি খুঁড়ে, সার ফেলে
তাতে কিছু জল ঢেলে
দাও যদি রোদ্দুরে,
চারা হবে, মাটি ফুঁড়ে।
সেই চারা বড় হলে
গাছ রূপে পাতা খোলে,
হাওয়া খায়, কৌশলে;
ফলে ফের ফল ফলে।।
ছবিঃ মহাশ্বেতা রায়