[উন্মেষঃ২৬সেপ্টেম্বর ১৮২০
প্রয়াণঃ ২৯ জুলাই ১৮৯১ ]
জন্মগ্রহণ মেদিনীপুরের 'বীরসিংহ' গ্রামে,
বাংলার বুকে উজ্জ্বল তিনি 'বিদ্যাসাগর' নামে ।
ঠাকুরদাস ও ভগবতী দেবী পিতা আর মাতা তাঁর,
অধ্যবসায়, সততা ও ন্যায় তাঁর জীবনের সার ।
বেদ-বেদান্ত, কাব্য, জ্যোতিষ, অলংকার বা স্মৃতি —
সকল শাস্ত্রে পন্ডিত তিনি, সকল কর্মে কৃতি ।
সারাটি জীবন সমাজসেবায় নিয়োজিত তাঁর প্রাণ,
শিক্ষাপ্রসারে, নারীমুক্তিতে বহু তাঁর অবদান ।
তাঁরই চেষ্টায় বন্ধ হল যে বাল্যবিবাহ প্রথা —
বিধবা বিবাহ আইন প্রসারে তিনিই প্রধান হোতা ।
তাঁরই রচিত, অনূদীত বই গড়ে শিক্ষার ভিত্তি —
মানবের মাঝে অম্লান এই মহামানবের কীর্তি ।।