তিরোধানঃ ৭ আগস্ট ১৯৪১, ২২ শ্রাবণ ১৩৪৮]
বিশ্ব ডাকে 'বিশ্বকবি', আমরা 'কবিগুরু' —
কলকাতারই জোড়াসাঁকোয় শৈশব তাঁর শুরু ;
পিতা ছিলেন 'দেবেন্দ্রনাথ', 'সারদা দেবী' মাতা,
ছোট্ট থেকেই কবিতাতে ভরতো যে তাঁর খাতা ।
তারপরে তো গল্প-নাটক-নভেল-ছবি-ছড়া-য়
কাব্যে-গানে প্রতিভা তাঁর দিগ্বিদিকে ছড়ায় ।
ছড়ায় সারা ভুবনে তাঁর মানবতার গান —
পৃথিবী তাই 'নোবেল' দিয়ে জানালো সম্মান ।
স্বদেশ-ব্রতে মহান তিনি 'নাইট' ত্যাগ ক'রে,
শান্তিনিকেতনেই তাঁর সৃষ্টি আছে ভ'রে ;
জাতীয় সঙ্গীতের রূপে তাঁর গানই তো বাজে —
থাকবে যে তাঁর আসন পাতা বিশ্বলোকের মাঝে ।।
ছবিঃ ইন্টারনেট