বর্ষা গেল, শরৎ এল
এল খুশির মেলা,
কাশের বনে লেগেছে আজ
আনন্দের দোলা।
ঢাকির হাতে উঠল বেজে
আগমনীর সুর -
মা আসছেন বাপের বাড়ি
সঙ্গে মহিষাসুর।
ভোরের বেলায়, শিউলিতলায়
কে যেন দেয় আলপনা;
সারাটা দিন আকাশ জুড়ে
মেঘ-পরীদের আনাগোনা।
ষষ্ঠীতে হয় মায়ের বোধন
পুত্র কন্যা সাথে -
অঞ্জলি ও পূজার গন্ধে
আকাশ-বাতাস মাতে।
অবশেষে বেজে ওঠে
বিদায় বেলার গান;
আজ নবমী, রাত পোহালেই
মায়ের বিসর্জন।
স্যমন্তক রায়
পঞ্চম শ্রেণী
সেন্ট টেরেজা'স স্কুল
বোলপুর, বীরভূম
ছবিঃ চন্দ্রিমা ঘোষ