সবুজ মনের রসদ
Ichchhamoti Logo

রোজ দেখি তুমি পগার পার! –
নাকের ডগে ঝুলিয়ে সবার
অফিস রাঙা মূলো?
আর, আমার বেলা হাজার পড়া,
ভুল খুঁজে তুমি বেজায় কড়া
চোখ পাকিয়ে হুলো!

‘পড়তে লিখতে জানতে হবে,
মানুষ হয়ে উঠতে হবে’ –
এই নাকি শুধু চাই!
হাজার পড়াঃ নামতা অ – আ
ঘড়ির কাঁটায় মানুষ হওয়া,
বড়-দের কি নাই?

স্কুলেতে রোজ তারক বাবুর
ভয়ে সিঁটিয়ে ভীষণ কাবু;
ভাল্লাগে না ছাই।
অফিসে তো আর হেড মাস্টার,
ভুল করলেই ছোঁড়া ডাস্টার
এসব কিছু নাই!

কাল থেকে তাই যাবো অফিস;
ইচ্ছে ঘোড়ার হয়ে সহিস
লুটবো হরেক মজা।
আর, তুমি তাহলে স্কুলে যেও
ভুল বানানে বেতটি খেও
দেখবে কেমন মজা!


******

বেছেই যদি বলিস নিতে
ইস্কুল আর অফিসেতে,
স্কুলেই যাবো সোনা।
কিন্তু তুমি যেথায়-ই যাও,
স্কুলে যদি নাও যেতে চাও
অফিসে এসো না।


ছবিঃমহাশ্বেতা রায়

অরিন্দম সামন্ত পশ্চিমবঙ্গে মেঘনাদ সাহা ইন্সটিটিউট অফ টেকনলোজির মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। আর শখ বলতে ছোটদের বই পড়া; শুধুই ছোটদের বই।

More articles from this author

আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথগ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে : সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার; চিন্তা,মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা; সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি-সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে; আমাদের গণপরিষদে, আজ,১৯৪৯ সালের ২৬ নভেম্বর, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি।

ফেসবুকে ইচ্ছামতীর বন্ধুরা