রোজ দেখি তুমি পগার পার! –
নাকের ডগে ঝুলিয়ে সবার
অফিস রাঙা মূলো?
আর, আমার বেলা হাজার পড়া,
ভুল খুঁজে তুমি বেজায় কড়া
চোখ পাকিয়ে হুলো!
‘পড়তে লিখতে জানতে হবে,
মানুষ হয়ে উঠতে হবে’ –
এই নাকি শুধু চাই!
হাজার পড়াঃ নামতা অ – আ
ঘড়ির কাঁটায় মানুষ হওয়া,
বড়-দের কি নাই?
স্কুলেতে রোজ তারক বাবুর
ভয়ে সিঁটিয়ে ভীষণ কাবু;
ভাল্লাগে না ছাই।
অফিসে তো আর হেড মাস্টার,
ভুল করলেই ছোঁড়া ডাস্টার
এসব কিছু নাই!
কাল থেকে তাই যাবো অফিস;
ইচ্ছে ঘোড়ার হয়ে সহিস
লুটবো হরেক মজা।
আর, তুমি তাহলে স্কুলে যেও
ভুল বানানে বেতটি খেও
দেখবে কেমন মজা!
******
বেছেই যদি বলিস নিতে
ইস্কুল আর অফিসেতে,
স্কুলেই যাবো সোনা।
কিন্তু তুমি যেথায়-ই যাও,
স্কুলে যদি নাও যেতে চাও
অফিসে এসো না।
ছবিঃমহাশ্বেতা রায়