সে এক কাণ্ড ভাই!
ঘটে না যা হরযাই;
খুকুদের কুকুরেতে
নেমে গেল পুকুরেতে।
বলে, ‘ঘরে আর কত?
মেপে দেখি জল কত!’
ছিল সেথা পাকা রুই
মিলে গেল তারা দুই।
ফুট দেয় কুকুরেতে
ছুঁড়ে দেয় বকলেস -,
ঘেউ করে রুই মাছে
আর নয় বাক-লেস।
এক হল তারা দুই -
কুকুরুই কুকুরুই।
ছিপে যদি গেঁথো হাড়
দেখা তবে পাবে তার;
ভুস করে উঠে ভেসে
মজা করে হাড় চুষে
ছুঁড়ে দেবে তোমাকেই,
কুকুরুই কুকুরুই।
ছবিঃত্রিপর্ণা মাইতি