মা করেছে পিঠেপুলি, আজকে পড়া বন্ধ
পৌষ মাসের শীতে কেমন নলেন গুড়ের গন্ধ।।
দুধ–পাটালি হচ্ছে পায়েস, লণ্ঠনেরই আলো
আম বাগানের ওদিক কেন,অমন নিকষ কালো।।
সারাটা দিন রোদ মেখেছি,খেত-এ কলাইশুঁটি
রাতের বেলা লেপের তলায় শীতের হুটোপুটি।।
কেমন ছিল ছোট্টোবেলা,গ্রামে মাটির বাড়ি
হাড় কনকন শীতের সকাল উষ্ণ ছিল ভারি।।
নামটি ধরে কেউ ডাকে না,কেউ বলে না ‘চল’
স্নেহের পরশ হারিয়ে গেছে,বাবার চোখে জল।।
ছোট্টো মেয়ে শুনছে বসে, বাবার ছেলেবেলা
ফ্ল্যাট বাড়িতে হয় না পিঠে,শীত করে না খেলা।।
ছবিঃ আবির