এক যে ছিল গাধা।
গলাটি নয় সাধা।
গান গাইবার শখ তবু তার
সা রে গা মা পা ধা।
সকাল বিকেল রাতে
কিড়মিড়িয়ে দাঁতে
সুর ভেঁজে যায় কান পাতা দায়
গানের সে উৎপাতে।
ধোপা রেগে কাঁই;
বলল সে, দূর ছাই!
মোট বইবার নেই দরকার
তোর হেথা নেই ঠাঁই।
বেচবে মনে করে
গাধার দু-কান ধরে
গেল বাজার দেখল হাজার
ক্রেতা গাধার তরে।
গাধাতে গান গায়
কোথায় দেখা যায়
মোট বইবার কীই দরকার?
গান গাক জলসায়।
মত বদলায় ধোপা,
করল না আর চোপা।
আনল ফিরে গাধাটিরে
এখন আছে তোফা।
ছবিঃ চন্দ্রিমা ঘোষ