"কাঠবেড়ালী কাঠবেড়ালী পেয়ারা তুমি খাও?"
'পেয়ারা খাই পিৎজ্জা খাই
খাই পটলের দোলমা,
পোরিজ খাই পোলাও খাই
সকালে খাই উপমা।'
"কাঠবেড়ালী কাঠবেড়ালী বেড়াতে কোথায় যাও?"
'পুরী যাই পেরু যাই
যাই যে পাহাড়পুর,
কাছে পিঠে হেথা হোথা
নিকট কিংবা দূর।'
"কাঠবেড়ালী কাঠবেড়ালী চাপতে কীসে চাও?"
'চড়ব প্লেনে টিকিট কেটে
পায়ে হেঁটে ঘুরব না,
কিংবা যাব হেলে দুলে
পালকি চড়ে হুন হুনা।'
"কাঠবেড়ালী কাঠবেড়ালী পড়তে কী বই পাও?"
'পড়তে আমি বসব না,
অঙ্ক আমি কষব না,
পদ্য আমি বলব না,
হাতের লেখা করব না।'
"তবে রে পাজী, ধরব তোকে?
ইস্কুলেতে ভরব তোকে?"
'লেজটি তুলে তুড়ুক তুড়ুক,
ছুট লাগাব এইসা জোরে,
গাছের মাথায় উঠব বেয়ে,
ধরবে আমায় কেমন করে?'
"বেশ তবে থাক মুখ্যু হয়ে,
না পড়লে বনবি বোকা,
জগৎটাকে চিনবি না কো,
নিজে নিজেই খাবি ধোঁকা।"
'ওরে বাবা সে কী কথা!
পড়া এত জরুরী না কি?
ইস্কুলেতে যাবই যাব,
এবার থেকে আর না ফাঁকি!'
ছবিঃ সুকান্ত মন্ডল