একদল পাখি গেল উড়ে,
শুধু রইল একটি টিয়া পাখি পড়ে।
নিজ হাতে তুললাম যখন তারে,
তখন সে একটি মিষ্টি ডাক ছাড়ে।
নিজের ঘরে আনলাম তারে যখন,
সারা ঘর উড়ে উড়ে বেড়াল তখন।
এখন যে অনেক কথা শিখেছে,
"কথা বল" বললে কথা বলছে।
টিয়াটি যে খুব ভালো তা বলব,
কখনো তারে নাহি বকব।
ছড়া লিখেছে এবং ছবি এঁকেছেঃ
ঈশিতা সেনগুপ্ত
তৃতীয় শ্রেণি,
কারমেল প্রাইমারি স্কুল, কলকাতা