থইথই জলে ,শান্ত সকালে
রৌদ্রের নেই দেখা।
রিমঝিম তালে বৃষ্টি দেখছি
জানালার ধারে একা।
আবছায়া সেই জানালাটি গলে
আকাশ ছুঁয়েছে মন।
ইচ্ছে করছে পাখির মতো
উড়ে যাই যখন তখন।
টাপুর টুপুর,মেঘের নুপুর
মেঘের অশ্রুধারায়,
ছোটে জলধারা ঝরনারূপে
পৃথিবীর ব্যথা সারায়।
মিষ্টি মধুর বৃষ্টিতে ধুয়ে
প্রকৃতি আজ খুশি।
ধুয়ে যায় সব তাপ জড়তা
এই জলে দিবানিশি।
দুপুর গরিয়ে এল যে বিকেল
আমি বসে জানালায়।
নেই পশুপাখি পথিক মানুষ
কাদামাখা পথ টায়।
রাত্রি হলেও ঘুম আসেনা
আকাশের গুরগুর।
বৃষ্টির সাথে মনে জেগে গেছে
অজানা এক সুর।
কবিতা লিখেছেঃ
নোশিন জামান রাইমা
নবম শ্রেণি, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর
ছবিঃ শিল্পী ঘোষ