ভোরের আলো ফুটে।
চোখ মেলতেই মনে হয় যেন
স্কুলে যাই ছুটে।
হাসি মজা দুষ্টুমি আর
পড়া লেখার ঘর।
সবাই মোরা আপন সেথা
কেউ নয় মোর পর।
সুখে দুঃখে পাশে থেকে দুহাত দুহাতে রেখে
পড়ালেখার পাশাপাশি নৈতিকতা শিখে।
মনে পড়ে যায় শিক্ষকদের শাসন মাখা আদর
স্কুল জুড়ে বিছিয়ে রেখেছে ভালবাসার চাদর।
করোনা আমায় করল বন্দি চার দেয়ালের মাঝে
স্কুলের ওই ছুটির ঘণ্টা এখনো কানে বাজে।
কবিতা লিখেছেঃ
নোশিন জামান রাইমা
নবম শ্রেণি, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর
ছবিঃ অনন্যা দত্ত দাস