গরমের ছুটি পড়লেই প্রতিবার বাড়ি যাই। কলকাতা আমার সবার চেয়ে প্রিয়! আমার দাদু, মানি থাকে। কত লোক ওখানে,কত বড় বাড়ি, আর একটা বড় ছাদ। ছুটি হলে কোনোবার ঘুরতে যাই কোনো চাঁদের পাহাড়ে। একবার তো দীঘায় ফেনা ফেনা সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে থেকেছি আমরা। কিন্তু গত বছর আর এই বছর ওসব কিছুই হল না বুঝলে?বাড়িতেই আছি। এ সি ঘরে ঢুকে চোখ বন্ধ করে ভাবি এই তো আমি পাহাড়ে ঘুরতে এসেছি। মাঝে মাঝে বাইরে হাওয়ায় সবুজ পাতা মাথা নাড়লেই ভাবি আমি দাদুর কাছে কলক্তায়া এসেছি। আমায় মানি নতুন কবিতা শেখাচ্ছে, বু মাসি কেক এনে দিল চুপিচুপি, সু মামীর সঙ্গে গাছ থেকে ফুল পাড়ছি, জিয়ানদাদার সঙ্গে দুপুর বেলা ছাদে উঠে দুম দুমকরে লাফাচ্ছি। আমি এবারেও ঘুরছি, বাড়িতে বসেই ঘুরছি...শুধু মনে মনে ঘুরছি।
দেখো,আমরা ভাবি মেঘের তুলো নিংড়ে ঝমঝমিয়ে বৃষ্টি এল...আসলে তা নয় গো...আকাশের ইসরো ( ISRO) মেঘ থেকে রকেট ছুটে আসে মাটির দিকে...রকেট শুধু আমাদেরই নেই, আকাশেরও আছে... আমর যেমন দূর গ্রহের কিংবা মহাকাশের খবর পেতে রকেট পাঠাই, আকাশ তেমনি পৃথিবীকে 'রেইন-রকেট' পাঠিয়ে, নতুন ফসল আসতে কত দেরি -মাটির কাছ থেকে সেইখবর নেয়।
বৃষ্টির ফোঁটা কী?
বৃষ্টির ফোঁটা হল প্রকৃতির সই।
ছবি আর ভাবনাঃ
অর্হন খাঁ
দ্বিতীয় শ্রেণি,সমারভিলে স্কুল, গ্রেটার নয়ডা