পশুপাখি-মানুষজন নিজ বাসস্থানে ছোটে,
জনশূন্য পথঘাট, লোক নেইকো মোটে।
ঝম ঝম ঝম বৃষ্টির জল ঝরে,
সব প্রাণী আছে নিজ ঘরে ঘরে।
পাখিদের মধ্যে ময়ূর ঘরছাড়া,
রঙিন পেখমে আজ পড়ে গেল সাড়া।
ডাকে সব কোলাব্যাঙ,
খালবিলে, গ্যাঙোর গ্যাঙ।
জল থেকে আসে উঠে,
খেলা করে ছুটে ছুটে।
ছড়া লিখেছে ও ছবি এঁকেছেঃ
ঈশিতা সেনগুপ্ত
তৃতীয় শ্রেণি, কারমেল প্রাইমারি স্কুল,কলকাতা