আহা! নীরব রজনী দেখলে তোমায়,
মন যে জুড়ায়,
তোমার বুকে ছোট ছোট তারাগুলি,
আলো করে সব, এমনকি নুড়িগুলি,
আলো দিয়ে ঘেরা চাঁদ,পৃথিবী উজ্জ্বল করে তোলে,
রাতের প্রকৃতির সৌন্দর্য, কেউ কি ভোলে?
কবিতা লিখেছেঃ
ঈশিতা সেনগুপ্ত,
তৃতীয় শ্রেণী, কারমেল প্রাইমারি স্কুল, কলকাতা
ছবিঃ পিক্সাবে