খরগোশ
- খরগোশ বললেই কী মনে পড়ে? লম্বা লম্বা কান! এরা নাকি কানগুলোকে একশো আশি ডিগ্রি ঘোরাতে পারে। বুঝতে পারছ, কেমন সজাগ কান এদের!
- এরা কেমন ছটফটে প্রাণী জানোই তো! প্রায় চার ফুট উঁচু লাফ দিতে পারে।
- খরগোশ খুবই সামাজিক জীব। এরা দল বেঁধে বসবাস করে।
- খরগোশরা খুব খুশি হলে লম্ফঝম্প করে, শূন্যে খানিক ডিগবাজিও খায়। একে নাকি বলে ‘binky’!
- এদের হুটোপাটি দৌড়োদৌড়ি সবচেয়ে বেশি বাড়ে ভোরবেলায় আর সন্ধে নামার আগে।
ছবি এঁকেছেঃ
অরিন চৌধুরী,
নার্সারি, সেন্ট জেভিয়ার্স ইন্স্টিটিউশন, কলকাতা
ছবির সঙ্গে তথ্যঃ ধূপছায়া মজুমদার