নৌকা
- মানুষ প্রাগৈতিহাসিক কাল থেকে নৌকা ব্যবহার করছে। সবচেয়ে প্রাচীন যে নৌকাটি পাওয়া গেছে তা প্রায় দশহাজার বছরের পুরোনো।
- পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রতিযোগিতা হিসেবে বোট রেস জনপ্রিয়। আমাদের দেশেও কেরালায় অন্যতম জনপ্রিয় একটি প্রতিযোগিতা হল স্নেক বোট রেস।
- বাংলাদেশের নদীপ্রধান অঞ্চলে মাঝিরা নৌকা চালানোর সময় সারি গান, ভাটিয়ালি গান গেয়ে থাকেন।
- নৌকার মধ্যেই শোবার ঘর, খাওয়ার ঘর, চানের ঘর, সেই নৌকাবাড়িতে সারাদিন জলে ভেসে থাকা, কী মজার না? আমাদের দেশে কাশ্মীরে আছে এমন হাউজবোট, নাম শিকারা। কেরালাতেও আলেপ্পি অঞ্চলে হাউজবোট পাওয়া যায়, মূলত পর্যটকদের জন্য।
- ইটালির ভেনিস শহরে যাতায়াতের প্রধান মাধ্যম হল গণ্ডোলা নামে একধরনের নৌকা।
ছবি এঁকেছেঃ
অরিন চৌধুরী,
নার্সারি, সেন্ট জেভিয়ার্স ইন্স্টিটিউশন, কলকাতা
ছবির সঙ্গে তথ্যঃ ধূপছায়া মজুমদার