হরিণ
- আমরা তো কয়েক রকমের হরিণ চিনি, জঙ্গলে বা চিড়িয়াখানায় দেখেছি। সারা পৃথিবীতে প্রায় পঞ্চাশটি প্রজাতির হরিণ পাওয়া যায়।
- এদের মধ্যে একমাত্র রেনডিয়ার বা বল্গাহরিণকেই গৃহপালিত হিসেবে পোষ মানানো যায়, বাকিরা সবাই বন্যপ্রাণী। আমাদের খুব প্রিয় এক চরিত্র বল্গাহরিণে টানা গাড়িতে চড়ে ঘুরে বেড়ান। কে, জানো নিশ্চয়ই!
- হরিণের ঘ্রাণশক্তি এবং শ্রবণশক্তি অত্যন্ত প্রখর।
- গরুদের জাবর কাটতে দেখেছ? কিছুক্ষণ আগে খাওয়া খাবার আবার মুখে তুলে এনে আবার চিবিয়ে খায়। এই জাবর কাটার স্বভাব হরিণদেরও আছে।
- হরিণছানা বা fawn দের গায়ে আলাদা কোনও গন্ধ থাকে না, যার ফলে শিকারী প্রাণীদের পক্ষে হরিণছানাদের খুঁজে পাওয়া কঠিন হয়।
ছবি এঁকেছেঃ
সৌমাভ দাস,
প্রথম শ্রেণি, মেথডিস্ট স্কুল, ডানকুনি
ছবির সঙ্গে তথ্যঃ ধূপছায়া মজুমদার