হাওয়াকল বা উইন্ডমিল
- অপ্রচলিত বিদ্যুৎশক্তির মধ্যে একটি উৎস হল হাওয়া। হাওয়া থেকে বিদ্যুৎ তৈরি করতে যে যন্ত্রটি কাজে লাগে সেটি হল উইণ্ডমিল বা হাওয়াকল।
- উইণ্ডমিলের ব্যবহার অতি প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। পারস্য, চীন প্রভৃতি দেশে প্রায় দু’হাজার খ্রীষ্টপূর্বাব্দ থেকেই বিভিন্ন ক্ষেত্রে উইন্ডমিলকে কাজে লাগানো হতো।
- হল্যাণ্ডে উইন্ডমিল দিবস পালন করা হয় মে মাসের দ্বিতীয় শনিবারে। কদিন পরেই আসছে তো, নজর রাখতে ভুলো না!
- সবরকমের বিদ্যুৎশক্তির মধ্যে বায়ুশক্তি বা উইণ্ড পাওয়ার পরিবেশকে সবচেয়ে কম দূষিত করে।
- একটি আধুনিক উইণ্ড টারবাইনে প্রায় আটহাজার অংশ থাকে।
ছবি এঁকেছেঃ
অভিজয় রায়
প্রথম শ্রেণি, আশা ইন্টারন্যাশ্নাল স্কুল, পুণে, মহারাষ্ট্র
ছবির সঙ্গে তথ্যঃ ধূপছায়া মজুমদার