কুতুয়াঃ কী রে? অনেকদিন হল তো বাড়িতে বসে আছিস, খেলতে যাবি না? বল নিয়ে কেমন হুটোপাটি করে খেলতাম রোজ তোর সঙ্গে, বিকেল হলেই মন আনচান করে যে!
স্পন্দনঃ দ্যাখ না, বাড়ি থেকে বেরনো বারণ যে! শোন, তুই উঠোনের ওইখানটায় বস, একটা ছবি তুলি। তারপর আমরা সোশ্যাল ডিসট্যান্সিং মেনে দূরে দূরে থেকে বল নিয়ে খেলব, হ্যাঁ?
ছবি তুলেছেঃ স্পন্দন বসু, সপ্তম শ্রেণী, বর্ধমান
ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম