কাছিমছানা : ইশ, তোরা কী সুন্দর দেখতে রে! কেমন ঝলমলে কমলা, উজ্জ্বল হলদে! কী সুন্দর পাখনা, কত্ত বড় লেজ দুলিয়ে সাঁতার কেটে বেড়াস! আর আমায় দ্যাখ, পিঠে একটা ঢাউস খোলস ছাড়া আর কিচ্ছু নেই!
কমলিমাছ : ও মা! ঢাউস খোলসটা কত উপকারী জানো না কাছিমদাদা? আশেপাশে বিপদ আপদ দেখলেই কেমন টুক করে হাত পা মুখ খোলসে ঢুকিয়ে তুমি চুপটি করে পড়ে থাকো বলো! প্রাণী না পাথর, তখন তোমায় দেখলে বোঝাই যায় না! আত্মরক্ষার বর্ম সঙ্গে নিয়ে ঘোরো তুমি, তোমার ভাবনা কী!
হলদিমাছ : আমাদের দ্যাখো না! এই ঝলমলে উজ্জ্বল রঙগুলোই বিপদ ডেকে আনে। মাছখেকো মাছেরা, মানুষেরা, সবাই এই রং দেখেই আমাদের খুঁজে পেয়ে যায়, আর ধরে নিয়ে চলে যায়।
কাছিমছানা : তাই তো! ঝলমলে রং থাকলেই তাহলে সবসময় উপকার পাওয়া যায় না! কাজের জিনিস দেখতে সুন্দর না হলেও ক্ষতি নেই, উপকারে লাগলেই হল!
ছবি এঁকেছেঃ
পৃথ্বীন্দ্রিয়া চক্রবর্তী
৮ বছর, তৃতীয় শ্রেণী, সেণ্ট অ্যান্টনি'স হাই স্কুল, চন্দননগর
ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম