গুরুমশাই যখন বসেন অশথতলায়-
গল্প শোনার জন্য সবাই ভীড় জমায়।
মহাকাব্য, উপকথা, আর পুরাণ,
কথায়-সুরে ভরে ওঠে সবার প্রাণ।
গল্পে গল্পে শেখান তিনি জীবন পাঠ,
কান পেতে শোনে আকাশ-পাহাড়-নদী-মাঠ।
ছবি এঁকেছেঃ
স্পন্দন বসু,
সপ্তম শ্রেণি, দিল্লি পাবলিক স্কুল, বর্ধমান
ছবির সঙ্গে ভাবনাঃ ইচ্ছেকলম