একদিন এক জাহাজে চারজন ঘুরছিল। একসময় সেই জাহাজের কাপ্তানবাবু ঝর্ ঝর্ শব্দ শুনতে পেল । তখন সে জাহাজের মুখ ঘুরিয়ে ঝর্ ঝর্ শব্দের দিকে এগোলো । তারা দেখে কী যে সামনেই ঝর্ণা । তখন তারা ঝর্ণার কাছে গিয়ে জল খেয়ে তাদের তৃষ্ণা পূরণ করলো । তারা ঝর্ণার পাশে একটি টিয়াপাখি দেখতে পেল যার মুখে একটি পেন্সিল ছিল । তারপর টিয়া পাখিটির মুখ থেকে পেন্সিল পরে গেল একটি পাথরের পাশে। তখন সেই পেন্সিল দিয়ে পাথরের উপর তাদের বাড়ির ছবি আঁকতেই তারা তখনই তাদের বাড়ি পৌঁছে গেল ।
গল্প লিখেছে ও ছবি এঁকেছেঃ
অভিজ্ঞান দে
দ্বিতীয় শ্রেণী
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল,কোচবিহার