আমি থাকি খাগড়াবাড়ি নামে একটি গ্রামে।আমার বাড়ির সামনের দিকে একটি বাগান ও উঠান আছে। সকালে উঠতেই মুখ ধুই আর তারপর উঠানে হাঁটি । বাগানে নানারকম গাছ আছে —পেয়ারা,গোলাপ, সাদাফুলের গাছ।এমনকি একটি বড়ো নারিকেল গাছও আছে। আমাদের বাগানটিতে অনেক রকম পাখি আসে--- দোয়েল, টুনটুনি,শালিক। এমনকি বুলবুলি পাখিও আসে। আমি যখন উঠানে হাঁটি, মাঝে মাঝে ফড়িং আমার কাছে এসে বসে। আমি তখন সেখানে গিয়ে হাত পাতি আর সে আমার হাতে বসে। তার সাথে মজা ও খেলা করি।তারপর তাকে উড়িয়ে দেই। বিকাল বেলাতে আবার খেলতে ও হাঁটতে বের হয়ে পড়ি । সন্ধ্যাতে আকাশে গ্রহ ও তারা দেখা যায়। আমি তখন দূরবীন দিয়ে গ্রহ ও তারা গুলিকে দেখি। জান তো,আমি বৃহস্পতি দেখি, শনি দেখি। দেখে মনে হয় বড়ো বড়ো লাড্ডু।
লেখা আর ছবিঃ
অভিজ্ঞান দে
দ্বিতীয় শ্রেণি, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, কোচবিহার
এই লেখাটি প্রকাশিত হয়েছে ইচ্ছেমতন বিভাগের 'মনের জানলা ' লেখালিখির খেলার অংশ হিসাবে।