অনেকসময় আমি খাটের উল্টোদিকের ছোট জানালাটার পাশে বসে থাকি। বাইরে তাকালে দেখতে পাই বড় গাছগুলো তাদের ডালপালার পর্দা নামিয়ে পিছনের পাঁচিলটা প্রায় ঢেকে ফেলেছে। পাড়ার বেড়ালগুলো পাঁচিলটাকে তাদের ফুটপাথের মতো ব্যবহার করে। সন্ধ্যাবেলা জানলা দিয়ে তাকালে অবধারিত দেখতে পাই একটা না একটা বেড়াল ঠিক পাঁচিলটার ওপর ক্যাওম্যাও করছে নাহলে ঘুমোচ্ছে। কোথাও আশপাশ থেকে কুকুরের ভৌ কানে এলেই অবশ্য এনারা তড়াং করে উঠে অদৃশ্য হয়ে যান। সবথেকে ভালো লাগে বৃষ্টির সময় জানলা দিয়ে তাকিয়ে থাকতে। বৃষ্টির জল টপটপ করে গাছের পাতাগুলোর ওপর পড়ে , আর বাইরেটা ধোঁয়া ধোঁয়া দেখায়। বৃষ্টির সময় বেড়ালগুলো গাড়ির নীচে ঢুকে পড়ে, আর বৃষ্টির জলের শব্দ ছাড়া চারদিক চুপচাপ হয়ে যায়।
লেখা আর ছবিঃ
সুরঞ্জা ব্যানার্জী
অষ্টম শ্রেণি, অশোক হল গার্লস হাই স্কুল , কলকাতা
এই লেখাটি প্রকাশিত হয়েছে ইচ্ছেমতন বিভাগের 'মনের জানলা ' লেখালিখির খেলার অংশ হিসাবে।