আমাদের বাড়ির তিনদিকে তিনটি বড় বড় বাড়ি আছে। আমাদের কোন খোলা ছাদ নেই তবে নিচের ব্যলকনিতে দাঁড়ালে দেখা যায় একটা ঢালাই রাস্তা। সেই রাস্তা দিয়ে অনেক রিক্সা, টোটো, মোটর সাইকেল, সাইকেল চলাচল করে। রাস্তার ডান দিকে খুব বড় ফোনের টাওয়ার আছে। সেই টাওয়ারে পাখিদের আসতে দেখা যায়, যেমন – কাক, চিল, বনকাক, ঘুঘুপাখি আর ফিঙে পাখিও দেখা যায়। আবার অনেক সময় ওই টাওয়ারে একদল হনুমান এসে ‘হুব –হুব’ করে আওয়াজ করে। আমাদের বাড়ির পরের বাড়িতে একটা পিয়ারা গাছ আছে, সেই পিয়ারা গাছে অনেক কাঠবেড়ালি এসে কিচ মিচ করে আওয়াজ করে।
লেখা আর ছবিঃ
দিপানন্দ বেরা
দ্বিতীয় শ্রেণি, সীতানাথ শিশু শিক্ষা মন্দির, কলকাতা
এই লেখাটি প্রকাশিত হয়েছে ইচ্ছেমতন বিভাগের 'মনের জানলা ' লেখালিখির খেলার অংশ হিসাবে।