৩) বৃষ্টির দিনে Tasty খিচুড়ি খাওয়া হয়, সাথে ইলিশ মাছ ও পাঁপড়ভাজা।
৪)বৃষ্টির দিনে ঠান্ডা হাওয়ায় খুব ভালো লাগে।
৫) বৃষ্টির জলে ভেজা মাটিতে ফসল ফলে।
৬) বৃষ্টির পরে রামধনু দেখা যায়।
টাপুর টুপুর পড়ে বৃষ্টি
বাবা আনল দুটো পেস্ট্রি।
খেলাম খিচুড়ি ইলিশ মাছ,
বৃষ্টি এল ভিজল গাছ।
রাস্তা ভরা জমল জল
পুকুর হল জল টলটল।
যেখানে বেশি বৃষ্টি হয়, সেখানে স্টিল্ট হাউজ দেখতে পাওয়া যায়। এই বাড়িগুলি কাঠ বা বাঁশের পায়া (স্টিল্ট) এর ওপর বানানো হয়।
লেখা ও ছবিঃ
আনন্দী বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় শ্রেণী
ভারতীয় বিদ্যা ভবন, সল্ট লেক, কলকাতা
(এই লেখাটি টাইপ করে দিয়েছেন আনন্দীর বাবা।)