নীল রুল টানা সাদা খাতায় হাতের লেখা অনুশীলন করতে কার ভাল লাগে? হলফ করে বলতে পারি, কারোর ভাল লাগে না। তোমার ভাল লাগেনা, আমার ভাল লাগেনা, প্রজিতা'র ও ভাল লাগে না। তাই প্রজিতা নিজের বাংলা হাতের লেখা অনুশীলনের খাতায় হাতের লেখা অনুশীলন করার সাথে সাথে এঁকে ফেলেছে নিজের ইচ্ছেমতন সব ছবি। সেইসব ছবি আর লেখায় ভরা খাতাগুলো দেখে চাঁদের বুড়ির এতই পছন্দ হল যে সে সেগুলি সবার সাথে ভাগ করে নিতে চাইল। আর তাই এই পাতায় রইল প্রজিতার আঁকায় লেখায় ভরা বাংলা খাতার বেশ কিছু পাতার ছবি।
তবে ছবিগুলো কিন্তু যেকোন ছবি নয়। লেখার সাথে মিলিয়ে মিলিয়েই ছবি এঁকেছে সে। খুবই আনন্দের বিষয় যে , স্কুলে প্রজিতার বাংলা ভাষার শিক্ষিকা , ভাল হাতের লেখার সাথে এইসব ছবিগুলি দেখে খুব খুশি হয়েছেন।
নিয়ম মাফিক হাতের লেখা বা অন্যান্য পড়াশোনা করার মধ্যে নিজে নিজেই এরকম আনন্দ খুঁজে নেওয়াটা কিন্তু মন্দ নয়, কী বল? তুমিও এর পর থেকে প্রজিতার মত নিজের অনুশীলনের খাতাগুলিতে মাঝে মাঝে ছবি আঁকবে নাকি?
ছবিঃ
প্রজিতা ব্যানার্জি
দ্বিতীয় শ্রেণী
লোরেটো হাউজ, কলকাতা